আমাদের ভারত, ৫ মার্চ: শনিবার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিকেলে জামিনে মুক্তি পেয়ে কৌস্তভের হুঙ্কার মমতার রাতের ঘুম কেড়ে নেব। কিন্তু এই ঘটনাকে তৃণমূলের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আরও দাবি, নিজেদের স্বার্থে তৃণমূল সরকার এই ঘটনা ঘটিয়েছে।
সুকান্ত মজুমদার বলেন, “কৌস্তভ বাগচীকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, বোঝা যাচ্ছে সেটা পুরোটাই প্রি প্ল্যানড বা পূর্ব পরিকল্পিত।” বিজেপির রাজ্য সভাপতি অভিযোগের সুরে বলেন, তৃণমূল সরকারের তরফ থেকে তোল্লা দেওয়া হচ্ছে কংগ্রেস, সিপিএম এবং নওশাদ সিদ্দিকিকে। আর এর আসল উদ্দেশ্য হলো যাতে বিরোধী ভোট ভাগ হয়ে যায়।
তার দাবি, বিরোধী ভোট যদি এক ছাতার তলায় অর্থাৎ বিজেপিতে আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় থাকবে না সেটা মমতা বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী আরোও বুঝতে পেরেছেন সংখ্যালঘু ভোট তার কাছ থেকে সরছে।তাই তিনি ভাবছেন বিরোধীদের মধ্যে কংগ্রেসও উঠুক, সিপিএমও উঠুক, বিজেপি থাকুক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে। তবে সুকান্ত মজুমদার এটাও মনে করেন, জনগণ সবটাই বুঝতে পারছে।

