কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে :
ভিন রাজ্য থেকে ঘাটালে আসা শ্রমিকদের পাশে দাঁড়াল ঘাটালের অগ্রণী ক্লাব। অন্যান্য রাজ্য থেকে শ্রমিকরা বাসে এবং ট্রেনে করে ফিরছে। বাসে আসার পর রাতে সমস্যায় পড়ছেন তাঁরা। লকডাউন চলায় রাতের বেলা কোনও খাবারের দোকান খোলা থাকছে না। সেই জন্য তাদের পাশে দাঁড়াল অগ্রণী ক্লাব। রাতে খাবার তৈরি করে ঘাটাল থানার পুলিশের সহযোগীতায় তাদের পাশে দাঁড়িয়েছে।
রবিবার থেকে ওই ক্লাব ভাত তরকারি ডিম পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দিয়েছে। ক্লাবের কর্মকর্তা অরূপ মাঝি বলেন, দোকান বন্ধ থাকায় খাওয়া-দাওয়া সমস্যায় পড়ছে দেখে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং যৎসামান্য ভাত তরকারি এবং ডিম সেদ্ধ আমরা দিচ্ছি। ক্লাবের এই উদ্যোগকে খুশি শ্রমিকরা।