আমাদের ভারত, ৯ ডিসেম্বর: এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন হাজার দিন পার হয়েছে। ধর্মতলায় আজ নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থেকেছে রাজবাসী। মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছেন এক মহিলা চাকরি প্রার্থী। এবার সেই চাকরি প্রার্থীদের সমর্থনে আবারও সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করে তার কটাক্ষ, এই শিক্ষা মন্ত্রী থাকলে জীবনেও চাকরি পাবেন না আন্দোলনকারীরা।
সাংবাদিক বৈঠকে নবম, দ্বাদশ চাকরি প্রার্থীদের আন্দোলনের হাজার দিন পূর্তি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, যোগ্য চাকরি প্রার্থীরা দুর্ভাগ্যবশত চাকরি পাননি। এই সরকার থাকলে চাকরি পাবেনও না। কারণ, রাজের শিক্ষা মন্ত্রী নিজেও জানে না এখানে ভ্যাকেন্সি কত? একএক সময় একএক রকম কথা বলেন। এই শিক্ষা মন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না। শুধু চুপচাপ বসে থাকতে হবে।”
আন্দোলনকারীদের বেশিরভাগই ২০১৬ সালে
এসএলএসটি চাকরি পরীক্ষার মেধা তালিকার অন্তর্ভুক্ত। কিন্তু অভিযোগ, সে বছরের মেধা তালিকা নম্বরের ভিত্তিতে প্রকাশিত হয়নি। তারপর ধর্মতলায় তাদের আন্দোলন চলছে। আজ তৃণমূলের তরফে কুনাল ঘোষ ধর্মতলায় ধর্না মঞ্চে যান এবং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সাথে কথা বলেন। জানা গিয়েছে, আগামী সোমবার চাকরি প্রার্থীদের ছয় জনের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন ব্রাত্য বসু।
অন্যদিকে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বিজেপির রসজ্য সভাপতি বলেন, “এ তো ভালো কথা, একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু দয়া করে ওখানে ড্রামাবাজি করবেন না। এখন দেখছি, উত্তরবঙ্গে গিয়ে ড্রামাবাজি করছেন। সরকারি টাকায় এই প্রথম বিয়ে দেখলাম আমরা। আগামী দিনে আরো কী কী দেখতে হবে তাই ভাবছি!”

