সাথী দাস, পুরুলিয়া, ৫ মে: পুরুলিয়ার সাহেব বাঁধে অজানা কারণে মরা মাছ দূষণ বাড়িয়ে তুলল। এমনিতেই সাহেব বাঁধের জল দূষণ ছিলই। তার উপর এই ঘটনায় নাভিশ্বাস করে তুলেছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে বিক্ষোভ দেখালো কংগ্রেসের ছাত্র সংগঠন।
সোমবার সকাল থেকে পুরুলিয়ার সাহেব বাঁধে চারিদিকে প্রতিটি ঘাটে হাজার হাজার বিভিন্ন সাইজের বড় বড় মাছ ভেসে উঠেছে। গোটা এলাকা মরা মাছের দুর্গন্ধে একেবারে ভরে গিয়েছে। ওই দিক দিয়ে যাতায়াত করা প্রতিটি মানুষেরই এমন অবস্থা যে নাকে রুমাল দিয়ে পার হতে হচ্ছে। স্থানীয় মানুষজন দেখতে পান বিশেষ করে প্রাতঃভ্রমণকারীরা দেখেন, পুকুরের চারিদিকে হাজার হাজার মরা মাছ ভেসে উঠেছে।
সাহেব বাঁধের জল দূষণ নিয়ে এবার সোচ্চার হল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ, পুরুলিয়া শহরের প্রাণ কেন্দ্র এই জলাশয়। প্রস্তাবিত জাতীয় সরোবরের উন্নয়ন নিয়ে কংগ্রেস উদ্যোগী হয়েছিল। অথচ, তৃণমূল বোর্ড পুরসভায় ক্ষমতার অপব্যবার করে দুর্নীতিতে মেতেছে। পুরুলিয়ায় এই জলাশয় নানাভাবে দূষিত হচ্ছে, এর জন্য দায়ী পুরসভা।
পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি বলেন, “আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মৎস্য দফতর ও বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা বলেছি। তাঁরা জানান, তীব্র গরমে জল প্রচণ্ড গরম ছিল। ঠিক সেই সময়ে বৃষ্টি হয়। এর ফলে জলে হঠাৎ বিভিন্ন উপাদান ও গ্যাসের তারতম্য ঘটে। সাময়িকভাবে অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় মাছের মড়ক হয়। জল দূষণ রুখতে মরা মাছ তোলার কাজ চলছে। এছাড়া মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট জানিয়েছেন, সাহেব বাঁধের জল দূষণ রুখতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অকেজো হয়ে পড়ে থাকায় দূষণ আরও প্রকট আকার ধারণ করছে। বিষয়টি নিয়ে আমরাও উদ্বেগে রয়েছি।