আমাদের ভারত, ৮ জুলাই: “ধর্মঘটের দিনে কোন বাস, মিনিবাস ও শ্রমিকরা আক্রান্ত হলে প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে।” মঙ্গলবার এই দাবি করলেন বেসরকারি বাস মালিক পক্ষের সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট’-এর সম্পাদক তপন ব্যানার্জি।
বুধবার দেশজুড়ে শিল্প ধর্মঘট ডেকেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এর প্রাক্কালে তিনি এই প্রতিবেদককে বলেন, “আমরা বিগত দিনে দেখেছি যে কোনও ধর্মঘটের দিনে প্রথমে আক্রান্ত হয় বাস, মিনিবাস। কারণ বাস, মিনিবাস বন্ধ করতে পারলে মানুষ বাইরে ও কাজের জায়গায় যেতে পারবেন না। সুতরাং যত আক্রমণ পরিবহণের উপর।
আপনারা জানেন, আমাদের গাড়ির চাবি শ্রমিকদের কাছে থাকে। গাড়ি স্ট্যান্ডে থাকে। শ্রমিক সংগঠন শ্রমিকদের পরিচালনা করে। সেখানে আমাদের (বাস মালিকদের) কোনও ভূমিকা নেই। ধর্মঘটের দিনে রাস্তায় কোনও বাস, মিনিবাসের ক্ষতি হলে এবং শ্রমিকদের কোনো ক্ষতি হলে সেখানে বিমা, সমস্যার একটা কারণ হয়ে ওঠে।
সরকার এ সব ভালোরকম জানে। শ্রমিক সংগঠন শ্রমিকদের পরিচালনা করে। বাস, মিনিবাস ধর্মঘটের দিন রাস্তায় নামবে কী নামবে না, সেটা ঠিক করে শাসক দলের সংগঠন।”