আমাদের ভারত, দীঘা, ২১ অক্টোবর : বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ এর জেরে দীঘা উপকূলে সর্তকতা জারি করল প্রশাসন। আগামী ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নিম্নচাপের জেরে আগামীকাল থেকে দীঘা সমুদ্র উপকূল এলাকাসহ পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে হালকা ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে তাই সমুদ্র উপকূলে থাকা বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
আজ দিঘা, মান্দারমণি, শংকরপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটনকেন্দ্র গুলিতে মাইকিং করে সতর্ক করা হয়েছে পর্যটকসহ সাধারণ মানুষদের। পর্যটকদের সতর্ক করার পাশাপাশি বিচের উপরে বাড়তি নজর রাখা হয়েছে যাতে কেউ সমুদ্রে না নামে।
পুজোর ছুটি উপলক্ষে এই মুহূর্তে দিঘায় প্রচুর পর্যটক এসেছেন। আরো বেশী পর্যটক আগামীদিনে মধ্যে আসবেন বলে ধারনা পুলিশ প্রশাসনের। ফলে এই নিম্নচাপের জেরে পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কারণে নজর রেখেছে প্রশাসন। লুলিয়া ও সিভিক পুলিশ কেও সতর্ক থাকতে বলা হয়েছে।