প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ অক্টোবর: ব্যারাকপুর মহকুমাজুড়ে বিভিন্ন ঘাটে দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়েছে গতকাল। যেসব প্রতিমা বিসর্জন দিয়েছে নদীতে তা থেকে নদীর জল দূষিত হতে পারে সেই কথা মাথায় রেখে কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন। রবিবার সকাল থেকে ব্যারাকপুরের একাধিক ঘাটে ঠাকুরের কাঠামো, ঠাকুরের পোশাক, ফুল, বেলপাতা সহ বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নদীর বুক থেকে পরিষ্কার করার কাজ শুরু করেন পৌরসভার কর্মীরা। সকাল থেকে বিভিন্ন ঘাটে দেখা গেল বিভিন্ন পৌরসভার এবং পঞ্চায়েতের তরফ থেকে নদীকে দূষণ মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুজোর সময় দশমীতে নদীকে সুস্থ রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ক্লাব এবং বাড়ির পুজোগুলিকে নির্দেশ দেওয়া হয় যাতে প্রতিমা বিসর্জনের সময় শুধুমাত্র প্রতিমা ছাড়া নদীতে অন্য কিছু না ফেলা হয়। বিসর্জনের পর যেসব কাঠামো নদীতে ভাসতে দেখা যাচ্ছে তা দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করা হয় সকাল থেকে। শুধু ব্যারাকপুর পৌর সভাই না অন্যান্য পৌরসভার পক্ষ থেকেও সমস্ত ঘাটগুলি পরিষ্কার করার কাজ শুরু হয় গঙ্গার জল শুদ্ধ রাখার জন্য। শনিবার ঠাকুরের বিসর্জন না থাকলেও রবিবার বাকি প্রতিমার বিসর্জন হবে বলেও জানা যাচ্ছে। এদিন গঙ্গার ঘাটে দেখা গেল জলে ভাসতে থাকা কাঠামোগুলিকে পৌর কর্মীরা গঙ্গা থেকে তুলে গঙ্গার ঘাটে রাখেন আর তারপর সেগুলি দ্রুত সরিয়ে দেওয়া হয় অন্যত্র, যাতে গঙ্গাতে দূষণ না হয়।