সাথী প্রামানিক, পুরুলিয়া, ১০ এপ্রিল: মোড়লদের কাছে বন্ধক রাখা রেশন কার্ড উপভোক্তাদের ফিরিয়ে দিল প্রশাসন। ঝালদা ১ নম্বর ব্লকের সরজুমাতু গ্রামের ঘটনা। এখানকার কয়েকটি কালিন্দী পরিবার গ্রামের মোড়লদের কাছে বন্ধক রেখেছিলেন রেশন কার্ড।
তাই লকডাউনে রাজ্য সরকারের ফ্রি চাল আটা মিলছিল না রেশন থেকে। ফলে সমস্যায় পড়েন এই পরিবারগুলি। সেই অভিযোগ পেতেই প্রশাসন নড়েচড়ে বসে এবং গ্রামে গিয়ে রেশন কার্ড গুলি উদ্ধার করে বন্ধকধারীদের কাছ থেকে।
বৃহস্পতিবার ঝালদা ১ নম্বর ব্লক অফিসে উপভোক্তাদের কার্ড দিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে এরকম যাতে না হয় তার মুচলেকাও দেন উপভোক্তারা। এই কয়েকদিনের মধ্যেই রেশন কার্ড হাতে পেয়ে খুশি কালিন্দী পরিবারগুলি।
শুধু কার্ড ফেরতই নয় কার্ড ফেরতের পূর্বে ঘটনার খবর পেয়ে ঝালদা এক নম্বর ব্লক খাদ্য নির্বাহক সুদীপ্ত জানা পরিবার গুলিকে ২০ কেজি করে চালের ব্যবস্থা করে বাড়ি পৌঁছে দেন।
এদিকে কার্ড বন্ধকধারী গুনা কুইরি বলেন, নিঃশর্ত কার্ড গুলি ফেরত দিয়েছি ২২ হাজার টাকায় বন্ধক ছিল।
এদিকে পুনরায় রেশন কার্ড হাতে পেয়ে খুশি কালিন্দী পরিবার গুলি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার ব্লক প্রশাসন গাড়ি পাঠিয়ে অফিসে উপভোক্তাদের বন্ধক রাখা ১৩ টি রেশন কার্ড ফিরিয়ে দেয়।