আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ আগস্ট: করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃতদেহের সৎকার নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কাঁথি ৩ নং ব্লকের মারিশদার মশাগাঁ। মৃত বৃদ্ধের দেহ পোড়ানোর আগে শ্মশান দেখতে গিয়ে এলাকায় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েত প্রতিনিধি ও পুলিশ অধিকারিরা। কয়েক শতাধিক গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বাধ্য হয়ে ফিরে আসতে হয় জায়গা পরিদর্শনকারীদের।
পুলিশ সূত্রে জানাগেছে, কাঁথি ৩ নং ব্লকের মারিশদার নীলপুরের বাসিন্দা অনিল কাণ্ডার (৬৮) করোনা আক্রান্ত হয়। তারপরে চিকিৎসা জন্য চণ্ডীপুর করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। মঙ্গলবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তার। মৃতদেহটি সৎকার করার জন্য তোড়জোড় শুরু করে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ফাঁকা এলাকায় দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই মতো কাঁথি ৩ নং ব্লকের মারিশদার মশাগাঁ শ্মশানে দাহ করার জন্য পরিদর্শনের জন্য যান পঞ্চায়েত প্রতিনিধি ও পুলিশ অধিকারিরা। ঘটনার কথা জানাজানি হতেই এলাকার কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। গ্রামবাসীদের চাপে ফিরে আসতে বাধ্য হয় প্রশাসনের পরিদর্শনকারীদের।

