পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: বেআইনি ভাবে চলতো চোলাই কারবার, এমন বেশ কয়েকটি বেআইনি দোকানঘরকে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হলো প্রশাসনের তরফ।
জানা গিয়েছে, মেদিনীপুর শহরের স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের নিচে বেআইনিভাবে গড়ে উঠেছিল বেশ কয়েকটি দোকান ঘর। আর সেই দোকানের মধ্যে চলত বেআইযনি হবে চোলাই মদের ব্যবসা।
পুলিশের অভিযোগ, এই চলাই মদ খেয়েই নেশাগ্রস্ত হতো স্থানীয়রা। যার ফলে প্রায় দিনই দেখা যেত রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়তো তারা। যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো রেল কর্তৃপক্ষকে। রেল পুলিশের এক আধিকারিক দীপক ঘোষের কথায়, “বিগত ৬ মাসে প্রায় পাঁচ থেকে ছয়জন এইভাবে মারা গিয়েছে এই এলাকায়। সেই সাথে গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার এই নেশা করেই মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গিয়েছে এক জন। তাছাড়াও অবৈধ চোলাই দোকানকে ঘিরে এলাকায় উৎপাত বেড়েছিল সন্ত্রাসবাদীদের। তাই জেলা প্রশাসন এবং জেলা পুলিশের নির্দেশ মত একটি বেআইনি চোলাই মদের দোকান এবং দুটি মদের চাটের দোকান অর্থাৎ মোট তিনটি অবৈধ দোকান আজ ভেঙ্গে ফেলা হলো।”