রবিবার থেকে কোন্নগরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন

আমাদের ভারত, হুগলী, ২৫ এপ্রিল: শ্রীরামপুর ডানকুনির পর এবার বাজার বন্ধ হল হুগলীর কোন্নগরে। শহরের সব কটি বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। রবিবার থেকে বন্ধ থাকবে কোন্নগরের সব থেকে বড় বাজার রেল বাজার সহ নবগ্রাম, কানাইপুরের সমস্ত বাজার। শনিবার কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বাজার কমিটির সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দেন রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে কোন্নগর রেল বাজার সহ কানাইপুর নবগ্রামের সমস্ত বাজার। পরিবর্তে টোটো এবং ভ্যানে করে বাজার পৌঁছে যাবে মানুষের বাড়ির সামনে। এদিন পঞ্চায়েতের প্রধান আরও বলেন, বাজারগুলিতে প্রচার সত্ত্বেও মানুষ ভিড় জমাচ্ছেন প্রত্যেকদিন। তাই বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যান্য দোকানগুলি নির্দিষ্ট সময় মেনেই খোলা যাবে।

এদিকে গত দুদিন ধরে কথাবার্তার পর অবশেষে সরানো হল জেলা তথা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার শেওড়াফুলি হাট। স্টেশন সংলগ্ন এলাকা থেকে তা নিয়ে যাওয়া হল দিল্লি রোড সংলগ্ন শেওড়াফুলি কিষাণ বাজার এলাকায়। প্রশাসনের মতে ঘিঞ্জি এই এলাকা থেকেই জেলা তথা দক্ষিণ বঙ্গের বহু জেলাতেই এই পাইকারি বাজার থেকে মাল সরবরাহ করা হয়। ফলে এখানে লকডাউন কোনোভাবেই মেনে চলা সম্ভব হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত। তবে এমনিতেই লকডাউনের কারণে মালপত্রের জোগান কম, তার ওপর শহরের বাজার বন্ধ বা অন্যত্র স্থানান্তর, ফলে মারণ রোগ রোধ, নাকি এবার টাকা থাকতেও না খেয়ে থাকা ধাতস্থ করা, কোনটা জনগণের কপালে রয়েছে তা নিয়ে সন্দিহান ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *