পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: মেদিনীপুর ফিজিক্যাল ফিটনেস কালচারাল অ্যাসোসিয়েশন ও বজরং ব্যায়ামগারের উদ্যোগে শনি ও রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো ষষ্ঠ পশ্চিমবঙ্গ রাজ্য ভারত্তোলন(বেঞ্চ প্রেস ও ডেডলিফ্ট) প্রতিযোগিতা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন পৌর প্রধান সৌমেন খান। উপস্থিত ছিলেন ন্যাশনাল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক মলয় মন্ডল, রাজ্য দেহ সৌষ্ঠব সংস্থার সভাপতি তাপস সিনহা, মেদিনীপুর ফিজিক্যাল ফিটনেস কালচার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন- এর সভাপতি কুন্দন গোপ এবং অন্যান্যরা।
প্রথম দিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৮৫ জন এবং দ্বিতীয় দিন ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রায় ১৫জন মহিলা ভারত্তোলক প্রতিযোগী অংশগ্রহণ করেন।মোট ১৬টি বিভাগে চ্যাম্পিয়ন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার দুই সম্পাদক বিশ্বজিৎ ঘোষ ও সৌম্য সরকার।