পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর উদ্যোগে ৩৯তম পুনর্মিলন অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়ে গেল তার শুভ সূচনা পর্ব। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ মূল অনুষ্ঠানের আগেই শনিবার মেদিনীপুর কলেজ (স্বশাসিত) প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শ্রেণিভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা।

এই অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও শ্রেণির প্রায় ৪৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রঙিন কল্পনার আঁকায় মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ চত্বর। শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে তৈরি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর সম্পাদকসহ বহু বিশিষ্ট প্রাক্তনী। তাঁরা প্রতিযোগী শিশুদের উৎসাহিত করেন এবং তাদের সৃজনশীল প্রতিভার প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে কলেজ ও প্রাক্তন ছাত্রদের সম্পর্ক আরও দৃঢ় ও সুদৃঢ় হয়ে উঠবে।

আয়োজক কমিটি আরও জানায়, অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর ৩৯তম পুনর্মিলন অনুষ্ঠানের সামগ্রিক কার্যক্রম।

প্রাক্তন ছাত্র সম্মিলনীর সম্পাদক শ্রী কুনাল ব্যানার্জি আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়া মূল পুনর্মিলন অনুষ্ঠানে সকল প্রাক্তনীকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানান।

