স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ ডিসেম্বর: “মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”, এই স্লোগানকে সামনে রেখে সর্বস্তরের মানুষকে গ্রন্থমুখী করার প্রত্যয় নিয়ে সোমবার থেকে করণদিঘির হাইস্কুল মাঠে শুরু হল ২৭তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা।
এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানি। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, করণদিঘির বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন সহ জেলার বিশিষ্ট নাগরিক ও কবি সাহিত্যিকরা। এক বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ২৭তম জেলা বইমেলার উদ্বোধন করা হয়।
করণদিঘি হাইস্কুল ময়দানে উত্তর দিনাজপুর জেলা বইমেলায় বিভিন্ন জেলা ও কলকাতা থেকেও বহু প্রকাশক তাঁদের বইয়ের স্টল সাজান। এই বইমেলায় মোট ৭০ টি বইয়ের স্টল করা হয়েছে। ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া উত্তর দিনাজপুর জেলা বইমেলা চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।