পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত দুই দিনের ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো মেদিনীপুর পুলিশ লাইনে। বর্ণাঢ্য এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, এডিজি অশোক প্রাসাদ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন পুলিশ ইউনিট থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। মোট ২৭টি ইভেন্টে অ্যাথলেটিক্স, দলগত ও ব্যক্তিগত নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধূলার মাধ্যমে পুলিশ কর্মীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তৃতায় অতিথিরা বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা পুলিশ কর্মীদের মানসিক ও শারীরিকভাবে আরও দৃঢ় করে তোলে, যা তাদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করে। সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান অতিথিরা।
উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলার মধ্যে দিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়।

