১৬ দলের এমএলএ সোনারকাপের লক্ষ্যে লড়াই শুরু আলিপুরদুয়ারে

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১ ডিসেম্বর: শুরু হল দ্বিতীয় বর্ষ এমএলএ গোল্ড কাপ। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলাসদরের সূর্য্যনগর মাঠে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে ১৬ দলের এই ফুটবল প্রতিযোগিতার উদ্ধোধন করেন রাজ্য পুলিশের ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদূল গোস্বামী, বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি, মহকুমা শাসক শ্রী রাজেশ সহ অনান্যরা। প্রতিযোগীতা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। কোভিড পরিস্থিত কথা মাথায় রেখে সবরকম সাবধনতা অবলম্বন করা হয়েছে।মাঠে খেলা দেখতে আসা সকলের মধ্যে বিলি করা হয় মাস্ক।

উল্লেখ্য, গতবছর থেকে আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয় এই এমএলএ গোল্ড কাপ। এবারেও সোনার কাপ জয়ের লক্ষ্যে ১৬ দলের লড়াই শুরু হল। তবে এবার কোভিড পরিস্থিতিতে সবদিক বিচার বিবেচনা করেই এদিন সূচনা হল গোল্ড কাপের।আয়োজকদের দাবি, এবারের গোল্ড কাপে অনুর্ধ ১৯ ভারতীয় দল, অনুর্ধ ১৯ ইস্ট বেঙ্গল ক্লাবের বেশ কিছু খেলোয়াড়কে খেলতে দেখা যাবে। গতবারের মতই এবারেও তুরস্ক ও নাইজেরিয়ার বেশ কিছু খেলোয়াড়দের দেখা যাবে আলিপুরদুয়ার সূর্য্যনগর ক্লাবের মাঠে। বেশকিছু টিমে প্রতিবেশী রাজ্য অসমের ফুটবলারদের দেখা যাবে।

জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে পুরোপুরি আইএফএ-র নিয়ম মেনেই খেলা চলবে। উল্লেখ্য, গতবছর শুরু হতেই ব্যাপক জনপ্রিয় হয় এমএলএ গোল্ডকাপ।মাঠের হাড্ডাহাড্ডি লড়াই আলিপুরদুয়ারের ফুটবলপ্রেমী মানুষকে মাঠমুখী করেছিল প্রতিযোগিতাটি। এবারেও শুরুর  থেকেই ভালো ভির দেখা গেল মাঠে। এদিনের প্রথম ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে গতবছরের চাম্পিয়ন সাথউ বয়েজ ক্লাব এবং সকার-১১। গোটা সময়ের খেলায় একাধিপত্য রেখে প্রথমদিনে সাউথ বয়েজ ক্লাব ৩-০ গোলে পরাজিত করে সকার ইলেভেন ক্লাবকে। দিনের সেরা খেলোয়ার নির্বাচিত হন জয়ী দলের সঞ্জু কুজুর।

এদিন খেলা শুরুর আগে দিয়েগো মারাদোনাকে স্মরণ করা হয়। মাঠে উপস্থিত ডিআইজি প্রসুন ব্যানার্জি ফুটবল খেলার আদর্শ মাঠ এবং এত সুন্দর একটি সুষ্ঠ ফুটবল প্রতিযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। বিধায়ক সৌরভ বলেন, গতবছরও এই মাঠ থেকে এমন কিছু খেলোয়ার উঠে এসেছে যারা ক্রীড়া বিশেষজ্ঞদের নজরে পড়ে বর্তমানে কলকাতায় জনপ্রিয় ক্লাবে খেলছে। আশা করছি এবারো তেমন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।” আয়োজকদের তরফে জানা গেছে  প্রতিদিন দর্শকদের মধ্যে মাস্ক বিলি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *