আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর:
শিক্ষক দিবস উপলক্ষে মেদিনীপুর শহরের ৯ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবছরের মতো আজ শ্রী শ্রী নারায়ণ বিদ্যাভবন বয়েজ হাইস্কুল প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৪ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ৯ নং এলাকার প্রায় ৪০০ জন বর্তমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু, রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র মন্ডল, নারায়ণ বিদ্যাভবন বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌতম ডোগড়া, শিক্ষক হরেন্দ্রনাথ সিংহ শিক্ষক শিশির ত্রিপাঠী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন মেদিনীপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ প্রতিম মন্ডল।