পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: মঙ্গলবার থেকে মেদিনীপুর জেলা পরিষদ চত্বরে শুরু হলো তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা। এদিন সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা, জেলা সভাধিপতি প্রতিভারানী মাইতি।

মানস বাবু জানান, গত বছর এখানে সাড়ে তিন কোটি টাকার বিক্রি হয়েছিল। বাংলার তাঁত এখন ভারত সেরা। মুখ্যমন্ত্রী তাঁত শিল্পীদের রক্ষা করেছেন। রুগ্ন হয়ে যাওয়া এই কুটির শিল্পের পুনর্জীবন করেছেন। তাঁদের দুর্দশার দিন শেষ হয়েছে। তাই তাঁদের সৃষ্টির উৎকর্ষতা বেড়েছে। উন্নত মানের তাঁতের কাপড় মানুষের মন জয় করেছে। আর্থিকভাবে লাভবান হচ্ছেন এর সঙ্গে যুক্ত হাজার হাজার তাঁত শিল্পী।

