আমাদের ভারত, ৩১ অক্টোবর: চলতি মাসের
মাঝামাঝি সময় থেকে বেশ কয়েকবার ফ্রান্সের মানুষ মুসলিম মৌলবাদের বীভৎস রূপ দেখছে। এবার তার সম্মুখীন হল রাশিয়াও। শুক্রবার আল্লা হু আকবর ধ্বনি দিয়ে পুলিশ কর্মীদের ওপর হামলা চালায় এক জঙ্গি। যদিও তাকে নিরাপত্তারক্ষীরা গুলি করে নিকেশ করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রাশিয়ায় মুসলিম অধ্যুষিত তাতারস্থান অঞ্চলের কুকমুর শহরে এই ঘটনাটি ঘটেছে। সেখানে পুলিশ স্টেশনে গিয়ে বছর ১৬ এক কিশোর হামলা চালায় সঙ্গে আল্লা হু আকবর বলে চিৎকারও করে সে। হাতে ধারালো হাতিয়ার নিয়ে এক পুলিশ কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল ওই যুবক। হামলা করা ছাড়াও ওই যুবকের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। যুবকটির নাম ভিতালি আন্তপভ।
বড় ক্ষতি করার আগেই যদিও ওই জঙ্গিকে খতম করে পুলিশকর্মীরা। স্থানিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর আল্লা হু আকবর ধ্বনি ছাড়াও পুলিশকর্মীদের কাফের বলিও বিদ্রুপ করছছিল এই হামলাকারী।
এই হামলা করার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে ওই যুবক বলে, “ক্যাফে ইসলামের পরিপন্থী, সেখানে পাপ কাজ হয়,সেটি শয়তানের আস্তানা। এরা গান শুনে মদ বিক্রি করে। ইনশাআল্লাহ এই স্থান বিস্ফোরণে ঘুরিয়ে দেবো আমি। ” কিন্তু ক্যাফের বদলে সে কেন পুলিশ স্টেশনে হামলা চালাল তা এখনো পরিষ্কার নয়।
সম্প্রতি হজরত মহম্মদের এক ব্যঙ্গচিত্র বিতর্কে ফ্রান্সে একের পর এক জঙ্গি হামলা হয়েছে। এক শিক্ষকের মাথা কেটে খুন করেছে এক জঙ্গি। এই ঘটনাকে ইসলামী মৌলবাদ, বিচ্ছিন্নতাবাদ, ইসলামিক সন্ত্রাসবাদী হামলার মতো শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করায় ফ্রান্সের রাষ্ট্রপতিকে বিশ্বের মুসলিম দুনিয়ার একটা বড় অংশের রোষের মুখে পড়তে হয়েছে। আর এরপরেই ফ্রান্সের নিস শহরের নতোরদাম গির্জায় আল্লা হু আকবার বলে হামলা চালায় জঙ্গিরা। সেখানেও গলাকেটে হত্যা করা হয় তিনজনকে। এরপরেও একাধিক জায়গায় বিচ্ছিন্ন ভাবে হামলার চেষ্টা হয়েছে বলে খবর।