বেলঘড়িয়ায় আগ্নেয়াস্ত্র কিনতে এসে গ্রেফতার এক দুষ্কৃতী

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ জুলাই: আগ্নেয়াস্ত্র কিনতে এসে হাতেনাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার ষষ্ঠী তলা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ বেলঘড়িয়া ষষ্ঠী তলা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে তাকে গ্রেফতার করে।

পুলিশের কাছে খবর আসে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র কিনতে এলাকায় আসছে। তখন পুলিশও ওই এলাকায় নজর রাখতে থাকে। এরপর দুষ্কৃতীরা এলে পুলিশ তাদের ধাওয়া করে। সেই সময় পুলিশের ধাওয়া খেয়ে এক জন দুষ্কৃতী পালিয়ে যায় আর মহম্মদ তাসলিম নামে অপর দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ে যায়। মহম্মদ তাসলিম নামে দুষ্কৃতীর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে বেলঘড়িয়া থানার পুলিশ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, পুলিশের কাছে খবর ছিল পুলিশ গোপন অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে অপর দুষ্কৃতী পালিয়ে গেছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘড়িয়া থানার পুলিশ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *