পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত রানিসরাই এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কে আজ ভোর রাতে সড়ক দুর্ঘটনায় একটি স্করপিও গাড়ির চারজন যাত্রী নিহত হয়েছেন।
জানাগেছে, স্করপিও গাড়িটি খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল। ১৬ নম্বর জাতীয় সড়কে রানিসরাই এলাকায় স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় ঐ স্করপিও গাড়িতে থাকা চারজন নিহত হন। বেলদা থানা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে মৃতদেহগুলি গাড়িটি থেকে বের করা হয়। নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি, তবে তাদের বাড়ি বর্ধমান জেলায় বলে জানা গেছে। বেলদা পুলিশ ট্রাক চালককে আটক করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।