অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর: এক গৃহস্থের বাড়িতে আগুন দেখে আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরিতে। স্থানীয় সূত্রে জানা যায় নন্দ দাস নামে এক ব্যক্তির বাড়িতে বিকেল চারটে থেকে সাড়ে চারটা নাগাদ হটাৎ আগুন লেগে যায়। পেশায় তিনি ডেকোরেটার্স ব্যবসায়ী। নন্দ দাস ও তার পরিবারের লোকজন বাড়ির নিচের তলায় থাকেন ওপর তলায় থাকে ডেকোরেটার্সের জিনিস। প্রতিবেশিদের ডাকে জানতে পারেন তার বাড়ির ওপর তালায় আগুন লেগেছে। সাথে সাথেই প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাঁকরাইল থানা ও দমকলে।

দমকলের দুটি ইঞ্জিনের ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের দুটি ইঞ্জিন ও প্রতিবেশীদের চেষ্টায় একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। বাড়ির মালিক নন্দ দাস বলেন, আজকে বিকেল আমরা বাড়ির নিচের তলায় ছিলাম। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি বাড়ির উপরের তলায় আগুন লেগেছে। সেই রুমে আমার ডেকোরেটার্সের জিনিসপত্র থাকে। প্রতিবেশী ও দমকলের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আসলেও প্রায় কুড়ি লক্ষ টাকার ডেকোরেটার্সের জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা অতনু ষড়ঙ্গী বলেন, সময়মতো দমকল চলে আসায় আগুন আর ছড়িয়ে পড়েনি তবে নন্দবাবুর ডেকোরেটার্সের বেশির ভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

