আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর:
ভয়াবহ আগুন লাগল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের কেলভিন জুটমিলে। রাত সাড়ে ৮ টা নাগাদ আগুন লাগে টিটাগড়ের এই জুট মিলে। যখন আগুন লাগে তখন কর্মরত শ্রমিকরা কারখানায় আগুন দেখতে পান। তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কারখানা কর্তৃপক্ষ দ্রুত কারখানার উৎপাদন বন্ধ করে দেয়।
খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৪ টি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। হতাহতের খবর না থাকলেও এই আগুন লাগার ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লেগেছিল। এই জুটমিলে ৩ হাজার শ্রমিক কাজ করে। অগ্নি কান্ডের জেরে প্রাথমিক ভাবে এই কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা আগুন লাগার প্রকৃত কারন খতিয়ে দেখছে।