রাজেন রায়, কলকাতা, ১৬ অক্টোবর: পুজো শেষ হয়ে যাওয়ার পরপরই মল্লিকবাজারে বড় রাস্তার ধারেই একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে রেস্তোরাঁর বেশ কিছুটা অংশ। কী করে এই আগুন লাগল তা স্পষ্ট নয়। গোটা এলাকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কোনওভাবে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে।
কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ওই এলাকায় পরপর একাধিক হোটেল রেস্তোরাঁ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনডিআরএফের বিশেষ দল। রেস্তোরাঁর ভেতর থেকে সকলকে বের করে আনা হয়েছে।
রেস্তোরাঁর এক কর্মীর কথায়, “কিচেনে রান্নার প্রস্তুতি ছিল। সেই সময়ে আগুন লেগে যায়। তবে তখনই খবর দিয়ে রেস্তোরাঁর সকল গ্রাহকদের বের করে আনা হয়েছে।”
কর্মরত এক দমকল আধিকারিক জানিয়েছেন, যেহেতু রেস্তোরাঁর রান্নাঘর, ফলে নানারকম প্লাস্টিক ও অন্যান্য দাহ্য বস্তুও ছিল। যেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি গ্যাস সিলিন্ডার তো ছিলই। ব্যাপকভাবে আগুন ছড়ানোর সম্ভাবনা ছিল। তবে দমকল দ্রুত পদক্ষেপ করায় আগুন বেশি ছড়াতে পারেনি।