আমাদের ভারত, বারুইপুর, ১৮ নভেম্বর: এক প্রাক্তন নৌসেনার দেহাংশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। উজ্জ্বল চক্রবর্তী (৫৪) নামে ঐ প্রাক্তন নৌসেনার দুটি হাত ও কোমরের নীচ থেকে শরীরের বাকি অংশের কোনও খোঁজ মেলেনি। তাঁর মুখ প্লাস্টিক দিয়ে আটকানো ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে উজ্জ্বলকে। বৃহস্পতিবার রাতে বারুইপুরের মল্লিকপুর রোডের ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় উজ্জ্বল চক্রবর্তীর অর্ধেক দেহ। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনার পিছনে সঠিক কি কারণ রয়েছে সেটা পরিস্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রের খবর, গত ১৪ই নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল। আগে নৌসেনা বাহিনীতে কর্মরত থাকলেও বর্তমানে তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করেন। সেখান থেকে প্রতিদিন বাড়ি ফিরে আবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বের হতেন নেশা করতে। এটাই ছিল তাঁর প্রতিদিনের রুটিন। গত ১৪ই নভেম্বর বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বারুইপুর থানায় এ বিষয়ে নিখোঁজ ডাইরিও করেন। পাশাপাশি প্রতিবেশী একটি পরিবারের সাথে কিছুদিন আগে অশান্তি হয়েছিল উজ্জলের। তবে কি কারণে এই খুন সেটা এখনও পরিস্কার নয়। তাঁর শরীরের বাকি অংশ কোথায় গেল সে বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

