আশিস মণ্ডল, পাড়ুই, ৪ মার্চ: ফের বীরভূমে
বোমা বিস্ফোরণ। এবার বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে। বোমা বিস্ফোরণে ভেঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে কংক্রিটের বাড়ির একাংশ৷ জানা গিয়েছে, মজুত ছিল বিপুল পরিমাণে বোমা। সেই বোমা বিস্ফোরণ হয়৷ বিকট শব্দে কেঁপে ওঠে গ্রাম৷ এমনকী ১৪ কিলোমিটার দূর থেকেও সেই আওয়াজ শোনা গিয়েছে।
পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রামে তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য হাফিজুল শেখের বাড়ি। গতকাল গভীর রাতে তাঁর বাড়িতেই বোমা বিস্ফোরণ হয়৷ মূল বাড়ির পাশে কংক্রিটের একটি বাড়ি ছিল৷ জানা গিয়েছে, সেখানে বিপুল পরিমাণে বোমা মজুত ছিল৷ শুক্রবার রাতে সেই বোমা বিস্ফোরণ হয়৷ বোমা বিস্ফোরণের ফলে বাড়িটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়ির বিভিন্ন অংশ বহু দূরে গিয়ে পড়ে। আওয়াজের তীব্রতা এতই বেশি ছিল যে গোটা গ্রাম কেঁপে ওঠে। শুধু তাই নয় এই আওয়াজ ১৪ কিলোমিটার দূরের বোলপুর থেকেও শোনা গেছে।
খবর পেয়ে রাতেই বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়ালের নেতৃত্বে গ্রামে পুলিশ যায়৷ যদিও, এদিন সকাল থেকে গ্রামে কোনও পুলিশ নেই৷ নেই ফরেন্সিক দল বা বম্ব স্কয়াড৷ ঘটনার পর থেকেই পলাতক ওই তৃণমূল নেতা ও তার পরিজন। এমনকি, বিস্ফোরণের প্রসঙ্গে মুখ খুলতে চাইছেন গ্রামবাসীরা। ঘটনার পর থেকে কার্যত থমথমে গ্রাম।