Medical College, Arambagh, আরামবাগ মেডিকেল কলেজে শিশু বদলের ঘটনায় উত্তেজনা চরমে, পুরশুড়ার সোদপুরে পথ অবরোধ বিজেপির

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৮ নভেম্বর: আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যোজাত শিশু বদলের অভিযোগ ঘিরে রহস্য। এমনকী তিনদিনের শিশুকে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ তুলল পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সদ্যোজাতর মৃত্যু হয়েছে। ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এমন নজিরবিহীন দাবি ঘিরে জটিল হচ্ছে রহস্য। ঘটনায় ক্ষুব্ধ পরিবার শিশুর দেহ ফিরে পেতে আরামবাগ থানায় শিশু নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

জানাগেছে, তারকেশ্বরের বালিগোড়ির বাসিন্দা জাসমিনা বেগমকে অন্তঃসত্ত্বা অবস্থায় রবিবার ভোরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তিনি পুত্রসন্তান প্রসব করেন। সদ্যোজাতর অবস্থার অবনতি হওয়ায় তাকে মেডিকেলের এসএনসিইউ বিভাগে ভর্তি করা হয়। বুধবার পরিবারের লোকজন শিশুর খোঁজ করলে তাদের জানানো হয় যে, মঙ্গলবার রাতে শিশুটির মৃত্যু হয়েছে। ভুলবশত আরামবাগের বড়ডোঙ্গলের একটি পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। যদিও বড়ডোঙ্গলের ওই পরিবারের দাবি, এব্যাপারে তারা কিছু জানে না। তাদের বাচ্চার মৃত্যু হয়েছে বলে দেহ তুলে দেওয়া হয়। শিশুটিকে কবরস্থ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ফের ফোন করে জানানো হয়, তাদের বাচ্চা জীবিত রয়েছে। এরপরই ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করে তারকেশ্বরের বালিগোড়ির পরিবারটি। তাঁদের সন্দেহ, শিশুটি বিক্রি করে দেওয়া হয়েছে। আসল বাচ্চার হদিশ পেতে জীবিত শিশুটির ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছে তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে।

তবে এই ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির অভিযোগ সামনে আসছে। তবে পরিবারের দাবি মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় কবর থেকে তোলা হয় শিশুর দেহ। এদিন আরামবাগের বড়ডোঙ্গল এলাকায় কবর থেকে দেহ তোলে পুলিশ। বড়ডোঙ্গল এলাকার বাসিন্দা খন্দকার শাহানারা বেগমের পরিবারকে ভুলবশত মৃত বাচ্চাটি দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় দেহটি। যদিও যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত সন্তুষ্ট নয় তারকেশ্বর বালিগোড়ির জাসমিনা বেগমের পরিবার। পাশাপাশি পরিবারের লোকজন মৃত শিশুর ডিএনএ টেস্টের দাবি তুলেছেন।

অন্যদিকে আরামবাগ মেডিকেল কলেজে শিশু বদলের ঘটনায় আজও উত্তেজনা চরমে। ঘটনার প্রতিবাদে পুরশুড়ার সোদপুর এলাকায় পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে পথ অবরোধ করে বিজেপি। বিজেপির এই বয়াপারে হাইকোর্টে যাবার হুমকিও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *