আমাদের ভারত, নন্দীগ্রাম, ১০ নভেম্বর : নন্দীগ্রামের তেখালিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আজ মঙ্গলবার হবে বিশাল জনসমাবেশ। ২০০৭ সালের ১০ নভেম্বরের রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান। মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে কোনরকম দলীয় প্রতীক বা ছবি ছাড়াই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে হবে এই অনুষ্ঠান। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় রাজ্যজুড়ে তার প্রচার শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। তেখালির অনুষ্ঠানের ব্যানারে কোনরকম দলীয় প্রতীক বা দলীয় নেতা নেত্রীর ছবি ছাড়াই প্রচার হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।
সেই বিতর্ককে উস্কে দিয়ে আজ আবার তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে হাজরাকাটাতে তৃণমূল কংগ্রেস ও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিকাল ৩টায় সভা হবে। তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি সেখ সুফিয়ান জানিয়েছেন, তৃণমূলের এই সভাতে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, দোলা সেন, পূর্ণেন্দু বসু সহ তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী সহ অন্যান্যরা। শিশির অধিকারীর এই সভায় উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। এখন দেখার শিশির অধিকারী এই সভায় উপস্থিত হন কিনা।
এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা আরো চরমে ওঠে যখন নন্দীগ্রামের ১ এর পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহের ঘোষণা করেন, শেখ রেজাউল করিম এর স্মরণে চৌরঙ্গীতে নন্দীগ্রামের মানুষের আন্দোলনকে মর্যাদা দিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে বিকেল ৩:৩০টায় এ একটি সভা হবে। যেখানে খেজুরীর বিধায়ক রনজিত মন্ডল ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। এই সভা তৃণমূলের সভাকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সভা বলে মত তৃণমূলের একাংশের।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অনুগামী এবং বিরোধীদের সভা ও পাল্টা সভা ঘিরে সাধারণ তৃণমূল নেতা ও কর্মীরা এখন দোলাচলে। সভার সময় যত এগিয়ে আসছে নন্দীগ্রামে উত্তেজনার পারদ কত চড়ছে। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়!