জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: বিজেপি প্রার্থীর পোষ্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে মেদিনীপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিলন মাইতির নামে লাগানো পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে নাম না করে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টি করারও অভিযোগ তোলা হয়েছে।
বুধবার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হওয়ার পর নির্বাচনে অংশগ্ৰহনকারী রাজনৈতিক দলগুলো প্রচারে নেমেছে। দলের কর্মী সমর্থকরা প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানানো পোষ্টার ব্যানার ফেস্টুনে ভরিয়ে তুলছে ওয়ার্ডগুলি। শহরের ১৮ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী মিলন মাইতির সমর্থনে লাগানো পোষ্টার ব্যানারগুলি ছিঁড়ে ফেলায় বৃহস্পতিবার সকালে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
তৃণমূলের নাম না করে ওই বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটের আগে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এটা নোংরা রাজনীতি। মেদিনীপুর কোতোয়ালী থানায় অভিযোগ জানানো হয়েছে। জেলা তৃণমূলের এক নেতা জানিয়েছেন, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারনেই ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর ফ্লেক্স ফেস্টুন ছেঁড়ার ঘটনা ঘটেছে। তৃণমূল এ ধরনের রাজনীতি করে না।