কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ নভেম্বর :
খড়গপুর টাউন থানায় বিজেপির ঘেরাও ও বিক্ষোভ অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথে খন্ডযুদ্ধ বেধে যায়।
জমায়েত হটাতে ছত্রভঙ্গ করতে হয় বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনায় বেশকিছু বিজেপি কর্মী সমর্থকদের আটক করেছে টাউন থানার পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার খড়গপুর শহর থেকে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে খড়গপুর টাউন থানার পুলিশ। আজ তারই প্রতিবাদে টাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। আর বিজেপির বিক্ষোভ আন্দোলনকে তুলতে গেলে পুলিশের সংগে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। তারপরই উত্তেজনা সামাল দিতে মারমুখী হতে হয় পুলিশকে। এরপরই লাঠি উঁচিয়ে তাড়া করে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে।