আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ জানুয়ারি: বিজেপির দলীয় কার্যালয় ভাঙ্গচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ওই কার্যালয়ে ভাঙ্গচুর করে ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে।
জগদ্দলের বিজেপি নেতা সৌরভ সিং বলেন, “তৃণমূলের কিছু সমাজ বিরোধী যারা এলাকায় মদ, গাঁজার আসর বসায় তারা আমাদের দলীয় কার্যালয় ভেঙ্গেছে। অভিযুক্তদের সবার নাম আমাদের কাছে আছে। ওদের বলব আর কিছু দিনের অপেক্ষা। বিজেপি ক্ষমতায় আসলে ওরা কেউ জেলের বাইরে থাকবে না।”
এদিকে এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, “আমরা ওদের কোনও পার্টি অফিসে হামলা বা ভাঙ্গচুর করিনি। ওদের নিজেদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। নিজেরাই মারপিট করে আমাদের ঘাড়ে দোষ দিচ্ছে। তবে ওদের একটা কথা বলতে চাই, আমাদের কেউ আক্রান্ত হলে ওরাও ছাড়া পাবে না। ওরা ইঁট মারলে আমরা কি রসগোল্লা, ফুল ছুঁড়ব? পাটকেল খেতেই হবে। সৌরভ সিং নোংরা রাজনীতি করছে, ওর বাবা প্রয়াত ভীম সিং ভালো মানুষ ছিল।”
জগদ্দল থানায় এই ঘটনার অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে জগদ্দলের বড়ুয়া পাড়া এলাকায়।