কোভিড আক্রান্তে মৃতের দেহ দাহ করাকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারে

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ৩১ জুলাই: কোচবিহারে প্রথম কোভিড আক্রান্তের মৃত্যু। আর তাঁর সৎকারকে কেন্দ্র করে উত্তেজনা দিনহাটার সাহেবগঞ্জ এলাকায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দিনহাটার বুড়িরহাট এলাকার বাসিন্দা এক প্রৌঢ় কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি ছিলেন। দুদিন আগে সেখানে তাঁর করোনার উপসর্গ ধরা পড়ে।। এর পরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরে দিনহাটা সাহেবগঞ্জে তাঁর দেহ দাহ করতে নিয়ে যাওয়া হয়, কিন্তু স্থানীয় মানুষজনের বাধার মুখে পড়ে পুলিশ প্রশাসন।
ঘটনাস্থলে যান দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ ও পুলিশ আধিকারিকরা। স্থানীয় মানুষজনকে বোঝানোর চেষ্টা করেন তারা। তবে বেশ কয়েক ঘন্টা আলোচনার পরেও সমাধান সূত্র না বের হওয়ায়, অন্যত্র দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *