temple demolition, Howrah, BJP, হাওড়ায় মন্দির ভাঙ্গার অভিযোগকে ঘিরে উত্তেজনা, পথ অবরোধ, বিজেপির বিবৃতি

আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: হাওড়ায় রাতের অন্ধকারে মন্দির ভাঙ্গার অভিযোগ ঘিরে সোমবার এলাকায় উত্তেজনা দেখা দেয়। পথ অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে রাজ্য বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়েছেন।

রাজ্য বিজেপি এক্স হ্যান্ডলে সোমবার লিখেছে, “রবিবার রাতে শব-ই-বরাত অনুষ্ঠানের সময় বাঁকড়ার মিশ্র পাড়ার স্থানীয় মুসলমানরা এবং ডোমজুর বিধানসভার পার্শ্ববর্তী এলাকায় ও দক্ষিণ হাওড়া বিধানসভার কিছু অংশে স্থানীয় মন্দির, হনুমানের মূর্তি, স্থানীয় জল সরবরাহের ট্যাপগুলি ভাঙ্গচুর করে। অনুমান করা হচ্ছে যে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা ওই এলাকায় বসতি স্থাপন করেছে।

সোমবার সকাল থেকেই স্থানীয় হিন্দুরা, বিশেষ করে মহিলারা প্রতিবাদ শুরু ও নিকটস্থ রেল স্টেশন অবরোধ করে।”

শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে সোমবার এ নিয়ে লিখেছেন, “গত রাতে হাওড়ার বাঁকড়ায় ৫টি সনাতানি মন্দির দুর্বৃত্তরা ভাঙ্গচুর করেছে। প্রতিবাদে রেললাইন আটকে দিচ্ছেন স্থানীয়রা। আমি রাজ্য পুলিশের ডিজি এবং হাওড়ার সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী (আইপিএস) কে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করতে।

এছাড়াও অনুগ্রহ করে এলাকায় স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিন এবং আন্দোলনকারীদের গণপরিবহন বন্ধ না করে তাদের ন্যায্য প্রতিবাদ চালিয়ে যেতে রাজি করান। সনাতনী মন্দির ভাঙ্গচুরের সাথে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পশ্চিমবঙ্গ পুলিশের ক্রমাগত অনিচ্ছা তাদের বারবার সনাতনী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে উৎসাহিত করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *