আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর:
বজরংবলীর মূর্তি ভাঙ্গচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভগবানপুরে। নির্মীয়মাণ হনুমান মন্দিরের হনুমানজির মূর্তি ভাঙ্গচুরের অভিযোগ উঠল দুষ্কৃতির বিরুদ্ধে।
ভগবানপুর বিধানসভার অন্তর্গত পূর্ব সরবেড়িয়া ও নারায়ণদাঁড়ি বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে বীর বজরঙ্গি মন্দিরের নির্মাণের কাজ চলছিল। গতকাল রাতের অন্ধকারে কেউ বা কারা এই হামলা চালিয়েছে এই নির্মীয়মাণ মন্দিরে। সকাল বেলা স্থানীয় মানুষের চোখে পড়ে মন্দির নির্মাণের জন্য যে হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছিল সেই কংক্রিটের মূর্তি মাটিতে পড়ে আছে এবং নির্মাণকার্য ভাঙ্গা হয়েছে। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা দেখা যায়।
(ছবি: মূর্তি ভাঙ্গার আগে)
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ঘটনার নিন্দা করেছেন স্থানীয় মানুষজন। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তের নামে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।