আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ অক্টোবর: শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা। হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত এগরা থানার এক পুলিশ কর্মীকে বেধাড়ক মারধর। ভাইরাল ভিডিও। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, ৭ দিন আগে আলংগিরি এলাকার তপন প্রধান নামে এক ব্যক্তি তাঁর ২ মাসের শিশু পুত্রকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল। আজ সকালে শিশুটির মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা ওই পুলিশ কর্মীকে ধরে বেধাড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছোয়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।


