পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: মেদিনীপুর মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং সংস্কৃত ভারতী দক্ষিণ বঙ্গ-এর যৌথ উদ্যোগে আয়োজিত দশ দিনের সংস্কৃত ভাষণ শিবির আজ সমাপ্ত হলো। একইসঙ্গে মহাবিদ্যালয়ে মহা আড়ম্বরে পালিত হয় বিশ্ব সংস্কৃত দিবস।
শ্রাবণ মাসের রক্ষাবন্ধনের দিনটিকে কেন্দ্র করে বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের বিশেষ অনুষ্ঠানে মঙ্গলাচরণ, মন্ত্রোচ্চারণ, সরস্বতী বন্দনা, ধ্যেয় মন্ত্র, স্তোত্র পাঠ ও দুর্গা অষ্টকের নৃত্যের মাধ্যমে শতাধিক ছাত্র-ছাত্রী আনন্দে মুখরিত হয়। পুরো শিবিরজুড়ে সংস্কৃতের কথোপকথন ছিল মূল আকর্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক কেম্পাহন্নাইয়াহ (IAS)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি কলকাতার ইঞ্জিনিয়ার হনুমন্তরাজু দেবিরায়। অতিথিরা তাঁদের বক্তব্যে সংস্কৃত ভাষার মহত্ত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান ডা: স্বরূপ সিংহ এবং সংস্কৃত ভারতী দক্ষিণ বঙ্গের প্রান্ত প্রশিক্ষণ প্রধান শ্রী মধুসূদন জানা। এছাড়াও উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, আইকিউএসি-র সংযোজক ডা: গৌতম ঘোষ এবং ইংরেজি বিভাগের অধ্যাপক রাজেন্দ্রনাথ দত্ত।
অনুষ্ঠানের সংযোজক অধ্যাপক ডা: গিরিধারী পণ্ডা ছাত্র-ছাত্রীদের সাফল্যের প্রশংসা করেন এবং সংস্কৃতকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি জানান। দশ দিনের এই শিবিরের শিক্ষক আকাশ গোস্বামী তাঁর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন।
এই কর্মসূচির সমাপ্তি ঘটে নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক তপন দাস। এদিন বিভাগের অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।