আমাদের ভারত, মালদা, ৬ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর ছবি লাগানো পোস্টার নিয়ে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। যার জেরে লাটে উঠেছে পঠন-পাঠন। বিশ্ববিদ্যালয়ে মেন গেটের সামনে রেজিস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। তৃণমূল শিক্ষক সমিতির এই আন্দোলনে চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। এই আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই আন্দোলন। এক গোষ্ঠী যখন আন্দোলন বন্ধ করতে বলছে তখন আরেক গোষ্ঠী তলে তলে এই আন্দোলনের মদত দিচ্ছে। যার জেরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের সাথে আগামী দিনে বিজেপি পথে নামবে।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেব প্রিয় সাহা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করা হয়েছিল। তার পরেও কেন এ ধরনের আন্দোলন তা জানি না। বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি।