কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল: নদিয়ার কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।

করোনা সময়কাল থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন ৭০ জন অস্থায়ী কর্মী। করোনার সময় জীবন বাজি রেখে তাঁরা ঘর-সংসার ভুলে মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছিল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে আশ্বাস দিয়েছিল তাদের স্থায়ী করা হবে কিন্তু এতদিন ধরে কাজ করেও কোনো রকম স্থায়ীকরণের ব্যবস্থা করা হয়নি উপরন্তু তাদের বলে দেওয়া হয়েছে আগামী ১ তারিখ থেকে তাদের আর কাজে আসতে হবে না। আর এই নির্দেশ আসার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালের অস্থায়ী কর্মীরা।

তারা জানান, দীর্ঘদিন ধরে আমরা জীবন বাজি রেখে কাজ করেছিলাম করোনার সময়। তবে আজ স্বাস্থ্য ভবন থেকে এখানে নির্দেশ আসার পর আমরা পুরোটাই আশাহত হয়ে পড়লাম সংসার চালাবো কি করে এবং বাড়িতে দুমুঠো ভাত খাব কি করে সেই চিন্তাই এখন আমাদের। এক বিক্ষোভকারী জানাচ্ছেন অঞ্জলি এন্টারপ্রাইজ এবং শান্তি এন্টারপ্রাইজ নামক দুটি সংস্থার মারফত তারা কাজ পান কিন্তু সেই দুই সংস্থাও আজ তাদের জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন যা নির্দেশ দিয়েছে তার উপরে আমরা কোনও কথা বলতে পারবো না। স্বভাবতই এই ঘটনা ঘটার পরই বিক্ষোভে ফেটে পড়ে ৭০ জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী। তারা জানান, যদি স্বাস্থ্যভবন থেকে তাদের স্থায়ীকরণের কোনও ব্যবস্থা না করে তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলেই তারা সংবাদমাধ্যমের সামনে জানান। এ ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং হাসপাতাল সূত্রে খবর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *