পুরুলিয়ায় এসবিএসটিসি’র ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি তিনদিন হল, মিলল না কোনও সরকারি আশ্বাস

সাথী দাস, পুরুলিয়া, ২৪ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি তিনদিন হল, মিলল না কোনও সরকারি আশ্বাস। টানা তিনদিন সরকারি বাস না চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শুধু মাত্র কিছু বেসরকারি বাস চলাচল করছে। পুজোর সময় যাতায়াত ব্যবস্থা অচল থাকায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা।

সময়মতো বেতন ও মাস ২৬ দিন কাজ, সম কাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, গোটা রাজ্যে ৮৯ জন বরখাস্ত হওয়া কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি, এছাড়াও জেলার সমস্ত রুটে পুনরায় বাস পরিষেবা চালুর দাবিতে এই কর্মবিরতি পালন করছেন কর্মীরা। এই দাবিগুলি নিয়ে কর্ম বিরতির ডাক দেয় দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আই এন টি টি ইউ সি’র অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠন। আজও কোনো সরকারি বাস পথে নামেনি। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *