সাথী দাস, পুরুলিয়া, ২৮ অক্টোবর: ৭ মাস বেতন না পেয়ে মানসিক অবসাদ গ্রস্ত হয়ে পড়েন আদ্রা থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা টাওয়ার নির্মাণ সংস্থার এক নিরাপত্তা কর্মী। শেষ পর্যন্ত জীবন শেষ করে দেওয়ার পথই বেছে নিলেন ইসলাম আনসারী নামে ৩২ বছর বয়সী ওই কর্মী। আজ সকালে রঘুনাথপুর থানার অন্তর্গত রাঙামাটি গ্রামে তাঁর কর্মস্থলে টাওয়ারে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। রঘুনাথপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় ভাবে জানা গিয়েছে, বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। গত সাত মাস ধরে কোনও মাইনে পাচ্ছিলেন না ওই নিরাপত্তা কর্মী। দুই সন্তান ও স্ত্রী রয়েছে তাঁর। অনটনের সংসারে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।