আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ অক্টোবর: পুজোর বাকি আর ক’দিন। এখনও জলপাইগুড়ি পুরসভার প্রায় তিন শতাধিক অস্থায়ী সাফাই কর্মী বেতন ও পুজোর বোনাস পায়নি বলে অভিযোগ। বোনাস ও বেতনের দাবি তুলে পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন অস্থায়ী কর্মীদের একাংশ। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন অস্থায়ী কর্মীরা। পুর কর্তৃপক্ষের দাবি, বেতন ও বোনাস প্রক্রিয়ার মধ্যে রয়েছে, হয়ে যাবে না।
অস্থায়ী সাফাই কর্মীদের দাবি, ঝড় বৃষ্টিকে উপক্ষা করে সাফাই কর্মীরা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার কাজ চালিয়ে যাচ্ছেন। এর জন্য মাসে কেউ চার হাজার, আবার অনেকে পাঁচ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সামান্য বেতনে তাঁদের সংসার চলছে না বলে দাবি। এদিকে পুজো চলে আসলেও এখনও অস্থায়ী সাফাই কর্মীরা দুই মাসের বেতন ও বোনাস পায়নি বলে অভিযোগ। এদিন পুরসভায় সাফাই কর্মীরা জমায়েত হন। এরপর কিছু সময়ের জন্য বিভিন্ন দাবি তুলে ধরে বিক্ষোভ দেখালেন কর্মীরা।
সাফাই কর্মী সুরোজ রাউত বলেন, “এখনও আমাদের বোনাস ও বেতন হয়নি। এই কারণে পুরসভায় এসেছি।”
এদিকে পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “সাফাই কর্মীদের বেতন ও বোনাসের প্রক্রিয়া চলছে পুজোর আগেই পেয়ে যাবেন।”

