গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৬ জানুয়ারি: মন্দির থেকে চুরি গেল লক্ষাধিক টাকার সোনার গয়না, প্রণামী বাক্স ও পিতলের বাসনপত্র। ঘটনাটি ঘটেছে আরামবাগের নবপল্লীর ১৪ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড সংলগ্ন এলাকায়।

বৃহস্পতিবার রাতে কে বা কারা মন্দিরের দরজা খুলে কালী ঠাকুরের সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। সকালে বিষয়টি স্থানীয় মানুষজনের নজরে আসলে খবর দেওয়া হয় পুলিশে। মন্দিরে চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে স্থানীয় মানুষদের আশ্বস্ত করে যে দোষীরা দ্রুত গ্রেফতার হবে।


