নীল বনিক, আমাদের ভারত, ২১ ডিসেম্বর: আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। একলাফে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। যারফলে রাজ্যের মানুষ কনকনে শীতের আমেজ থেকে কিছুটা মুক্তি।
গতদু’দিন ধরে রাজ্যবাসী শীতের কনকনে আমেজ অনুভব করছিলেন। তবে, শনিবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার দিনের তাপমাত্রা ১২.০৭ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবারের থেকে ১ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সকালে মাঝারিপরিমান কুয়াশা থাকবে। তবে, উত্তরবঙ্গে ভারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় কোথাও কোনও বৃষ্টির সম্ভবনা নেই।