পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: এবার স্ট্রং রুম নিয়ে কারচুপির অভিযোগ তুলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি প্রার্থী। আজ অগ্নিমিত্রা পাল এক ভিডিও ক্লিপিং- এর মাধ্যমে বলেন, আমাদের কার্যকর্তাদের বলবো স্ট্রং রুম পাহারা দিতে। আইপ্যাক এবং তৃণমূলের চোর, ডাকাতের বাহিনী ঘুরে বেড়াচ্ছে স্ট্রং রুমের আশেপাশে। এরই সঙ্গে কিছু পুলিশ সাদা পোষাকে স্ট্রং রুমের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে আরোও সতর্ক ও সচেতন হতে বলবো মেদিনীপুরের জনাদেশ রক্ষা করার জন্য।
গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভা ঘাটাল ও মেদিনীপুর লোকসভার ভোট গত ষষ্ঠ দফায় ২৫ মে অনুষ্ঠিত হয়। সারাদিন ধরে বিক্ষিপ্ত হিংসার ঘটনার মধ্য দিয়ে শেষ হয় এই মেদিনীপুর লোকসভার নির্বাচন। ইতিমধ্যে জনতার জনাদেশ বন্দি রয়েছে স্ট্রং রুমে। মেদিনীপুর লোকসভার স্ট্রং রুম করা হয়েছে রেল শহর খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে। অন্যদিকে ঘাটাল লোকসভার স্ট্রং রুম করা হয়েছে ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। আর এই মেদিনীপুর লোকসভার প্রার্থী বিজেপির অগ্নিমিত্রা পাল এবার স্ট্রংরুম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন। এদিন তিনি একটি বক্তব্য সহ একটি ছোট ভিডিও ক্লিপিং পোস্ট করেছেন নিজের গ্রুপে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ”আই প্যাক এবং শাসক দল তৃণমূল স্ট্রংরুমে গিয়ে কারচুপি করতে পারে, এক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন, কারণ তৃণমূল হলো চোরের দল। তার পাশাপাশি শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, এই শাসক দল চোর তৃণমূল আইপ্যাকের সঙ্গে জড়িত এবং পুলিশ প্রশাসন মিলিয়ে অনেক কিছুই করতে পারে। তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে যখন পারবেন স্ট্রংরুমে গিয়ে পাহারা দেবেন।
এরই সঙ্গে তিনি উদাহরণ দিয়ে বাঁকুড়ার সৌমিত্র খাঁয়ের ভিডিও নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। তবে মেদিনীপুরের জনাদেশ নিয়ে তিনি বলেন, মেদিনীপুরের মানুষের সিদ্ধান্ত যাই হোক তা সবাই আমরা মাথায় পেতে নেব, কিন্তু সেটা যেন সঠিক হয় তার জন্য স্ট্রংরুমে ঘুরে বেড়ানো তৃণমূলদের আটকাতে হবে। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, কয়েকদিন আগে খবর এসেছে সাদা পোশাকে পুলিশ ঘোরাঘুরি করছিল স্ট্রং রুমের আশেপাশে, তাই চোর এবং ডাকাতদের থেকে আপনারা সাবধান থাকবেন।পাহারা দেবেন স্ট্রংরুমে।