আমাদের ভারত, ৯ জিলাই: ফের তৃণমূলকে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তিনি টুইটারে লিখেছেন, “তৃণমূল দলের থেকে কিছু আশা করবেন না। তাদের অস্তিত্ব শুধুমাত্র নিজেদের ভোটের জন্য এবং নিজেদের পকেট পূরণের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই একমাত্র ভরসা।“
অপর একটি টুইটে লিখেছেন, “২০২১ সালের নির্বাচনে কোনো ইস্যুই ছিল না। এই নির্বাচনে যা কেলেঙ্কারি হয়েছে তার খানিকটা আমি বলেছি। বাকিটা সময় হলে বলব।
হ্যাঁ, পাউচের এতটাই পাওয়ার।
হ্যাঁ, আলুর চপ ফুলুরি বেগুনিই পশ্চিমবঙ্গের যুবশক্তির ভবিষ্যত।“
শুক্রবার একটি টুইটে তিনি লিখেছিলেন, “কিছুদিন ধরে চটিচাটা বাহিনী ভয়ানক গালাগালি দিচ্ছে। ক্লান্ত হয়ে বেশি ব্লকও করি না।
কিন্তু ভেবে দেখেছি, বেচারারা করবেই বা কি? দিনে বাড়ির বাজারের পয়সা ঝাড়া, সন্ধ্যেয় ক্লাবে গিয়ে কুড়ি টাকার পাউচে চুল্লু, এই তো জীবন! এরপর লিভারও পচে যাবে, বয়সও বেড়ে যাবে, কিন্তু চাকরি হবে না!“
এর প্রেক্ষিতে শনিবার তিনি তৃতীয় টুইটে লিখেছেন, “এই টুইটটা করার পরে আমার দিকে ধাবিত গালাগালির স্রোত যেমন বেড়েছে তেমনি ‘লাইক’ ও ‘রিটুইট’ সীমা ছাড়িয়ে গেছে।
কিন্তু এতে আশ্চর্যের তো কিছু নেই ! একজন যুবর কাছে বেকারীর চেয়ে বড় অভিশাপ কমই আছে। সেটা মাননীয়া খুব ভালই জানেন। তাই তেলেভাজা, কাশফুল, চপ ইত্যাদি ঢপ !“

