আমাদের ভারত,৬ ফেব্রুয়ারি:লোকসভায় দাঁড়িয়ে এবার শাহিনবাগ আন্দোলন নিয়ে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়কে (হিন্দুদের) সতর্ক করলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তার কথায় আজ দিল্লির শাহিনবাগে যা হচ্ছে তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের যদি সতর্ক না হয় তাহলে দেশে আবার মুঘলরাজ ফিরে আসবে।
একই সঙ্গে তিনি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভ ও আন্দোলনের কড়া সমালোচনা করেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। সাংসদ বলেন বহু দশক ধরে দেশের একাধিক বিষয়ে কেউ সমাধান করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী চেয়ারে বসেই সেগুলি সমাধান করেছেন মোদী। ৩৭০ ধারা বাতিল, তিন তালাক নিষিদ্ধ করার মতো সাফল্যকে তুলে ধরেন তিনি। মোদী সরকারের সাফল্যের মধ্যে রাম মন্দির কেউ তুলে ধরেছেন এই তরুণ সাংসদ। নাগরিকত্ব আইন এর পক্ষে তেজস্বী সূর্য বলেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা ধর্মীয় অত্যাচারিত নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন তৈরি হয়েছে, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার সরকারের কোন রকম উদ্দেশ্য নেই।