Tehatta, Shahid Mandal, হেঁটে ২১ জুলাইয়ের সমাবেশে তেহট্টের যুবক সাহিদ মণ্ডল, সোমবার যাত্রা শুরু

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুলাই: ২১ জুলাই শহিদ তর্পণের। সমাবেশে যোগ দিতে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশে রওনা দিলেন তেহট্টের তৃণমূল কর্মী সাহিদ মণ্ডল। সোমবার বিকেল তিনটের সময়ে তেহট্ট থানার তরণীপুর বাজার থেকে তিনি হাঁটা শুরু করেন। তাঁর পরিকল্পনা, প্রতিদিন তিনি ২৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে শহিদ দিবসের দিন সকালে সমাবেশ স্থলে পৌঁছবেন।

পেশায় গৃহশিক্ষক সাহিদের বাড়ি তেহট্ট থানার তরণীপুর এলাকায়। বরাবরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। তাঁর অনেক দিনের ইচ্ছা ছিল যে, একবার অন্তত হেঁটে শহিদ দিবসের সমাবেশে যোগ দেবেন। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে এদিনই তিনি যাত্রা শুরু করেন। প্রাথমিক ভাবে ঠিক করেছেন, সোমবার সারাদিন হেঁটে তিনি যাত্রা শেষ করবেন চাপড়ায়। সেখানে তৃণমূলের কার্যালয়ে রাত কাটাবেন। পরের দিন সেখান থেকে রওনা হয়ে কৃষ্ণনগরের পরে কোনও দলীয় কার্যালয়ে থাকবেন।

এই ভাবে চলতে চলতে কুড়ি তারিখ রাতে বা একুশ তারিখ সকালে তিনি সমাবেশ স্থলে পৌঁছে যাবেন। তাঁর যাত্রাপথে যাতে কোনও রকম অসুবিধা না হয় সেইজন্য তৃণমূলের দলীয় স্তরে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল সুত্রে জানা গিয়েছে।

সাহিদ বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই যাত্রা করছি। উনিই একমাত্র মানুষ, যিনি ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেন। আজ সারা ভারতবর্ষজুড়ে যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর কাজ চলছে তা থেকে একমাত্র উনিই মানুষকে বাঁচাতে পারবেন। প্রতিবার শহিদ দিবসে আমি বাসে বা গাড়িতে কলকাতায় যাই। এবার স্থির করেছিলাম যে, হেঁটেই শহিদ সমাবেশে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবো। সেই মতো আমি দলের নেতাদের সঙ্গে কথা বলি। তাঁরা আমাকে সবরকম ভাবে সহযোগিতা করেছেন। শহিদ দিবসে যোগ দেওয়ার জন্য সোমবার দলের কার্যালয় থেকে আমি হাঁটা শুরু করলাম করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *