স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ আগস্ট
প্রেমিক সাড়া না দেওয়ায় আত্মঘাতী কিশোরী। সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয় কিশোরী। শান্তিপুরের ২ নম্বর ওয়ার্ডের বাগানী পাড়ার ঘটনা।
জানাগেছে, শান্তিপুরের ২ নম্বর ওয়ার্ডের বাগানী পাড়ার বাসিন্দা ১৭ বছরের কিশোরী জয়া দেবনাথের সঙ্গে একজনের পরিচয় হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক গাঢ় হয়। শুরু হয় মন দেওয়া-নেওয়ার পালা। এক সময় তাদের দৈহিক সম্পর্কও স্থাপিত হয়। হবিবপুরের উজ্জল নামে একটা ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে।

কিশোরীর পরিবারের দাবি, ছেলেটা কিছুদিন ধরে জয়ার ফোন ধরছিল না, ফোন কেটে দিচ্ছিল। তাদের মেয়েকে উজ্জ্বল ব্যবহার করেছে দৈহিক সম্পর্ক স্থাপন করেছে এবং তারপর তাকে ছেড়ে দিয়েছে। আর সে কারণেই কিছুদিন আগে তাদের মেয়ে হাতের শিরা কেটে হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু এরপরও ছেলেটা তার কাছে ফিরে আসেনি বা সম্পর্ক স্থাপন করেনি। সে কারণেই হয়তো আজকে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা খুব গরীব। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আমরা প্রশাসনের কাছে চাই ছেলেটার যেন ফাঁসি হয়। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

