সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ মে: থ্যালাসেমিয়া দিবসে অনুষ্ঠিত আলোচনা সভায় থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোরীর কাতর মর্মস্পর্শী আহ্বানে চোখে জল শ্রোতাদের। আলোচনা সভায় তার জীবনের কাহিনী বর্ণনা করে থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোরী কোয়েল কাইতি বলে, যে কোনও সাধারণ মানুষের জীবন ধারনের প্রথম প্রয়োজন হিসাবে খাদ্য বস্ত্র, বাসস্থানকে উল্লেখ করা হয়, কিন্তু আমার কাছে এই প্রয়োজনের চাইতেও বেশি প্রয়োজন রক্ত। আজ যদি আমার মত থ্যলাসেমিয়া আক্রান্ত শিশুরা রক্ত না পায় তবে আমরা বাঁচবো না। আপনাদের দেওয়া রক্তেই তো আমরা বেঁচে আছি।
তারপরই সে আবেগ আপ্লুত হয়ে বলে, আমাদের জন্য বাবা মায়ের কত চিন্তা, তাদের কাঁদতে দেখেছি, এছাড়াও কাঁদতে দেখেছি ব্লাড ডোনার্স সোসাইটির বিপ্রদাস মিদ্যা কাকুকে।সে বলে আমরা বাঁচতে চাই, আপনাদের মত কাজ করতে চাই, আমরা সব পারবো শুধু আমাদের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখুন। তার এই মর্মস্পর্শী আর্তিতে চোখের জল ফেলেন শ্রোতারা। তারা সমস্বরে বলে ওঠেন তোমরা আমাদের রক্তেই বেঁচে থাকবে।
এদিন বাঁকুড়া ব্লাড ডোনার্স সোসাইটি থ্যলাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতা মূলক পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।সেই সভায় বক্তব্য রাখে কোয়েল কাইতি।
আলোচনা সভায় সদর মহকুমা শাসক সুশান্ত ভক্ত, ডাঃ হিমাদ্রী পাল, ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা, অনুষ্ঠানের সহযোগী সংস্থা সংকল্পের সম্পাদিকা শ্যামলী দাস বক্তব্য রাখেন।