আমাদের ভারত, ২৩ নভেম্বর: বিশ্বকাপের ফাইনালে ভারতের হার নিয়ে এখন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে। ভারতের হারের কারণ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে দায়ী করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। এবার তাকে পাল্টা দিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে টেনে এনেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের কারণ মোদীর উপস্থিতি নয়। বরং ঐ ম্যাচ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে হয়েছিল বলেই টিম ইন্ডিয়া হেরেছে।
অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, “বিসিসিআইয়ের কাছে আমি অনুরোধ করব ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ যাতে গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনের না রাখা হয়। বিশ্বকাপের ফাইনালের হার থেকে যেন আমরা শিক্ষা নিই।
খেলার মাঠের পরাজয় নিয়ে ব্যক্তিগত আক্রমণ এবং কাঁদাছোড়াছুড়ির শুরুটা রাহুল গান্ধী করেছিলেন। তিনি নাম না করে নরেন্দ্র মোদীকে পনৌতি অর্থাৎ অপয়া বলে তার উপস্থিতিতে ভারত হেরেছে বলে দাবি করেছিলেন। মঙ্গলবার রাজস্থানের এক জনসভায় তিনি বলেন, ভারতের ছেলেরা ভালো খেলছিল। বিশ্বকাপটাও জিতে যেত। কিন্তু ফাইনালে অপয়ার উপস্থিতি তাদের হারিয়ে দিল। রাহুল নাম না করে মোদীকেই যে নিশানা করেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে মোদীকে অপয়া বলে প্রচার হচ্ছিল। কিন্তু এবার তারই পাল্টা তত্ত্ব তুলে আনলেন হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব কটা ম্যাচ জিতলাম অথচ ফাইনালটা হেরে গেলাম। ঠিক কেন হারলাম সেটা খুঁজতে গিয়েই আমি বুঝলাম, ফাইনালটা পড়েছিল ইন্দিরা গান্ধীর জন্মদিনে। আর সেই কারণেই আমাদের দেশ ব্যর্থ। রাহুলকে খোঁচা দিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমি বিসিসিআইকে অনুরোধ করবো দয়া করে গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনে কোনো গুরুত্বপূর্ণ খেলা রাখবেন না।”

